Monday, August 26, 2019

ভারতীয় রেলের ধরণ ধারণ

0 comments
কু ঝিক ঝিক.....
ছোট বেলা থেকেই সবার কাছে এক আকর্ষণীয় শব্দ। স্টীম ইঞ্জিনের শব্দ মুখে করতে করতে মুখে হাত দিয়ে কে না দৌড়িয়েছে? যদিও এখনো আর স্টীম ইঞ্জিন চলে না (বর্তমানে একটি মাত্র ট্রেন চলে)। 1853 সালে চালু হওয়ার পর 150 বছরেরও বেশি সময় ধরে পরিষেবা দিয়ে আসছে ভারতীয় রেল। পৃথিবীতে যত রকম public transport system রয়েছে তার মধ্যে সব থেকে সস্তা মূল্যে পরিষেবা দিয়ে থাকে এই ভারতীয় রেল। আজ না জানা কথার এই পর্বে আমি দিব্যেন্দু কর্মকার ভারতীয় রেলের যাত্রী পরিষেবা বিষয়ক কিছু কথা।

আজকের বিষয়বস্তু সংক্ষেপে: যাত্রীবাহী ট্রেনের বিভিন্ন শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা।

ভারতীয় রেল পরিষেবার ব্যাপ্তি:

1853 সালে প্রথম যাত্রী পরিবহন শুরু হলেও তারও আছে 1837 সাল থেকে মাল পরিবহনের জন্য রেল ব্যবস্থা চালু ছিল। বাংলাদেশ, পাকিস্তান ও নেপালেও ভারতীয় রেলের পরিষেবা আছে। ভারতীয় রেল বিশ্বের বৃহত্তম ও ব্যস্ততম রেল পরিবহন ব্যবস্থাগুলির অন্যতম। প্রতিদিন ১ কোটি ৮০ লক্ষেরও বেশি যাত্রী এবং ২০ লক্ষ টনেরও বেশি পণ্য ভারতীয় রেলপথে চলাচল করে। সুরক্ষা ও আরামদায়ক ব্যাবস্থার কথা মাথায় রেখে বিভিন্ন ধরণের পরিষেবার দিয়ে থাকে ভারতীয় রেল। অত্যাধুনিক বিলাসবহুল ব্যবস্থা যুক্ত ট্রেন যেমন আছে তেমনি আছে অত্যন্ত সাধারন মানুষের উপযোগী স্বল্প খরচের ট্রেন। আবার অল্প খরচে আরামদায়ক সফরের ব্যবস্থাও আছে। অভ্যন্তরীন পরিবহনের পাশাপাশি আন্তর্জাতিক পরিষেবাও দিয়ে থাকে ভারতীয় রেল। যাত্রীবাহী ট্রেনের এই বিভিন্ন শ্রেণী বিভাগ জেনে নেওয়া যাক।

Rajdhani Express:

Luxury & Super-fast Express.বিভিন্ন রাজ্যের রাজধানীগুলির সঙ্গে ভারতের রাজধানীর যোগাযোগের জন্য রাজধানী এক্সপ্রেস। টিকিটের সঙ্গেই খাবারের ব্যবস্থা থাকে। এই ট্রেনে AC 3 tier, AC 2 tier ও 1st Class AC কামরা ছাড়া non-AC কামরা নেই। প্রতিটি যাত্রীর জন্যে রাত্রীকালীন সময়ে পরিচ্ছন্ন বালিশ, কম্বল ইত্যাদি দেয়া হয়। যাত্রাকালীন সময়ে যাত্রীদের পছন্দ অনুযায়ী সকালের টিফিন, চা কফি, পছন্দ অনুযায়ী ভেজ/নন ভেজ দুপুরের এবং রাতের খাবার পরিবেশন করা হয়। 22 জোড়া রাজধানী এক্সপ্রেস চলে।

Shatabdi Express:


Luxury & Super-fast Express. বিলাসবহুল ও সবথেকে দ্রুতগামী এই ট্রেন ভারতের বিভিন্ন বড় বড় শহর গুলি যোগ করে। মুষ্টিমেয় স্টেশনে থেকে দ্রুত আমারদায়ক ভাবে যাত্রীকে গন্তব্যে পৌঁছে দেয়। এটি Day train অর্থাৎ এর সফর একদিনেই সীমাবদ্ধ। যাত্রা শুরু করে এক দিনের মধ্যেই আবার ফিরে আসে। এতে কোনো Sleeper Class থাকেনা। শুধুমাত্র Executive Class, AC Chair Car থাকে। সম্পূর্ণ ট্রেনটিই AC. 25 জোড়া শতাব্দী এক্সপ্রেস চলে। তাছাড়া শতাব্দী শ্রেণীর 1 জোড়া Gatimaan Express চলে যা শতাব্দী থেকেও দ্রুতগামী।

Duronto Express:

Non-stop, high-speed, luxury train. দুরন্ত বা দূর অন্ত। যাত্রা শুরু থেকে শেষের মধ্যে কোথাও থামে না এই ট্রেন। এরজন্য এই ট্রেনের চাহিদা কিছুটা কম ছিল। তাই পরবর্তী কালে কিছু stoppage যোগ করা হয়েছে। মেট্রো শহর ও রাজ্যে রাজধানীর মধ্যে চলে। রাজধানীর মতোই এতে AC 3 tier, AC 2 tier ও 1st Class AC কামরা ছাড়া non-AC কামরা নেই। 26 জোড়া দুরন্ত এক্সপ্রেস চলে।

Sampark Kranti Express:

Super-fast Express. বিভিন্ন বড় শহর ও ভারতের রাজধানীর মধ্যে যোগাযোগ স্থাপন করে। রাজধানী ও শতাব্দী শ্রেণী ভুক্ত নয় এই ট্রেন। সাধারণ super-fast ট্রেনের থেকে বেশি ও রাজধানী ও শতাব্দী ট্রেনের থেকে কম গতি সম্পন্ন ট্রেন। কম সংখ্যক স্টেশনে থামে। কোনো অতিরিক্তও সাচ্ছন্দ থাকেনা। তাই ভাড়া সাধারণ super-fast ট্রেনের সমতুল্য। 25 জোড়া সম্পর্ক-ক্রান্তি এক্সপ্রেস চলে।

Garib Rath Express:


AC super-fast express. কম খরচে AC সুবিধা সুবিধা যুক্ত ট্রেন। একমাত্র এই ট্রেনের side middle berth আছে। দুটি berth এর মধ্যেকার জায়গা কমিয়ে এবং berth এর আকার ছোট করে, এর আসন সংখ্যা বাড়ানো হয়েছে। খাবার, বিছানা, চাদর, কম্বল, বালিশ ইত্যাদি দেওয়া হয় না। যার ফলে এর ভাড়া অন্য 3A আসনের থেকে এক তৃতীয়ংশ কম অনেক ক্ষেত্রে অর্ধেক।গরীব মানুষ যারা সাধারণ 3A class এর ভাড়া বহন করতে পারেনা তাদের জন্য আদর্শ এই ট্রেন। বিভিন্ন শহর ও তীর্থ স্থানের মধ্যে 27 জোড়া গরীব রথ এক্সপ্রেস চলে।

Jan Shatabdi Express:

Semi Luxury Super-fast Express. এই ট্রেনের ভাড়া শতাব্দীর থেকে কম ফলে সাধারণ মানুষ তার সাধ্যের মধ্যে ভ্রমণ করতে পারে। খাবারের দাম টিকিটের মধ্যে ধরা হয়না।  Executive Class, AC Chair Car, 2nd Class seating এর ব্যবস্থা থাকে এই ট্রেনে। 23 জোড়া জনশতাব্দী এক্সপ্রেস চলে।

Humsafar:

Modern AC Super-fast train. সম্পূর্ণ AC 3 tire ট্রেন। AC 3 tire এর চাহিদার কথা মাথায় রেখে এই ট্রেন চালু করা হয়েছে। এই ট্রেনে আধুনিক সুবিধাগুলির মধ্যে আছে প্রতি berth এ reading light ও  mobile/laptop charger point, প্রতি কেবিনে আয়না ও dustbin, প্রতি coach এ চা/কফি/দুধের vending machine ও Heating chamber and refrigerating box. যাত্রী সাছন্দের দিকে খেয়াল রেখে toilet সহ সমস্ত coach এ গন্ধ দূর করবার ব্যবস্থা এবং Bio-toilet. সুরক্ষার জন্য আছে CCTV, Smoke alert. স্টেশন ট্রেনের গতি, বর্তমান অবস্থান ইত্যাদি তথ্য  জানাতে আছে GPS, LED Display, audio announcement. অন্ধ ব্যক্তিদের সুবিধার জন্য ব্রেইল পদ্ধতিতে লেখা আছে berth নম্বর। 34 জোড়া Humsafar Express চলে।

Suvidha Express:

Super-fast Premium Train with high priority. কোনো waiting listed ticket না দেওয়া এই ট্রেনের বিশেষত্ব। তবে এর ভাড়া চাহিদা অনুযায়ী বৃদ্ধি পায়। কোনো quota এই ট্রেনে থাকেনা। 15 জোড়া সুবিধা এক্সপ্রেস চলে।

Vivek Express:

খুব দীর্ঘ দূরত্বের জন্য চলে Vivek Express. যেমন ডিব্রুগড় - কন্যাকুমারী বিবেক এক্সপ্রেস (train no 15905 & 15906)। এটি পৃথিবীর নবম বৃহত্তম রেলযাত্রা। 4 জোড়া বিবেক এক্সপ্রেস চলে।

Rajya Rani Express:

Express Train. রাজ্যের বিভিন্ন শহরের সঙ্গে রাজ্যের রাজধানীর সংযোগ করে। 10 জোড়া রাজ্যরানি এক্সপ্রেস চলে।

Intercity Express:

বিভিন্ন শহরের মধ্যে দৈনিক যোগাযোগের এক্সপ্রেস ট্রেন। 130 জোড়া Intercity Express চলে। এছাড়াও 76 জোড়া intercity express ট্রেনের নিজস্ব নাম আছে। যেমন- Dhauli,  Ganadevata, Hazarduari, Shantiniketan, Tebhaga, Bhagirathi, Agniveena, Coalfield, Black Diamond, Rupashi Bangla, Aranyak, Steel, Tamralipta, Kandari, Lalmati,  Hool ইত্যাদি Intercity Express.

Double Decker Express:

AC Super-fast Express ট্রেন। শতাব্দী এক্সপ্রেসের সমতুল্য। 7 জোড়া AC Double Decker Express ট্রেন চলে এবং 2 জোড়া Non-AC Passenger ট্রেন চলে। এছাড়া Uday Express হলে একটি Luxury Double Decker Express.

Yuva Express:

গরীব যুবক যুবতীদের জন্য বিশেষ এই ট্রেনে আসন সংরক্ষিত থাকে। কম খরচে AC সুবিধা যুক্ত এই ট্রেনে চড়তে age & income proof certificate অবশ্যই সঙ্গে নিতে হবে। 2 জোড়া যুব এক্সপ্রেস চলে।

Tejas Express:


Luxury AC Semi-high Speed Train. দ্রুতগতিশক্তি সম্পন্ন এই ট্রেনে আছে অত্যাধুনিক প্রযুক্তি ও আরামদায়ক ব্যাবস্থা। আধুনিক ব্যাবস্থার মধ্যে আছে স্বয়ংক্রিয় দরজা, bio-vacuum toilets, water level indicators, tap sensors, hand dryers, integrated braille displays, LED TV with phone sockets (প্রতি আসনের জন্য), সাধারণ খাবারের সঙ্গে আছে celebrity chef menu, WiFi, tea & coffee vending machines, magazines, snack tables, CCTV cameras, fire & smoke detection and suppression system. আছে মাথা ও পা রাখার জন্য অত্যাধুনিক আরামদায়ক ব্যবস্থা। Toilet এ আছে soap dispensers, touch-less water taps, odour-control systems and occupancy indicators. বিলাসবহুল ব্যবস্থার জন্য এই ট্রেনের ভাড়া শতাব্দী এক্সপ্রেসের থেকেও বেশি। এখনো পর্যন্ত 2 জোড়া Tejas Express চলে।

Antyodaya Express:

Express Train. এটি একমাত্র unreserved বা অসংরক্ষিত আসন সম্বলিত এক্সপ্রেস ট্রেন। Bio-toilet, CCTV, Smoke Alert, Charging Port, water vending machine, Braille Indicator ইত্যাদি সুবিধা সম্বলিত আধুনিক ট্রেন।  14 জোড়া Antyodaya Express ট্রেন চলে।

Vande Bharat Express:

ভারতের একমাত্র Semi-Bullet Train. সর্বোচ্চ 200 km/h গতি সম্পন্ন ট্রেন। এই ট্রেনের প্রতিটি অংশই বিদেশ থেকে আমদানি করা।

Super Fast / Mail / Express:

বিভিন্ন রাজ্যের বড় বড় শহরের মধ্যে যোগাযোগের জন্য। উল্লিখিত শ্রেণী ছাড়াও প্রায় 1022 জোড়া Super Fast / Mail / Express চলে।

Mountain Railway বা Toy Train: 

উঁচু নিচু পাহাড়ী এলাকায় চলে এই ট্রেন। 6-7 টি narrow or meter gauge লাইন আছে যেগুলি rugged hill region এ পরিষেবা দেয়। Darjeeling Himalayan Railway, Nilgiri Mountain Railway, Kalka–Shimla Railway, Matheran Hill Railway এবং Kangra Valley Railway অন্যতম। এদের প্রতিটিতে সফর মনোরম ও স্মরণীয়। 21 জোড়া Toy Train চলে।

Passenger Train:

ধীর গতি সম্পন্ন ট্রেন। প্রায় সমস্ত স্টেশনে থামে। বেশিরভাগ আসন অসংরক্ষিত থাকে এই ট্রেনে। সবথেকে স্বল্প মূল্যে যাত্রার জন্য। এই ট্রেন দেশের বিভিন্ন গ্রামকে নিকটবর্তী শহরের সঙ্গে যুক্ত করে। স্বল্প দূরত্বে চলে এবং অধিক সংখ্যক stoppage এর জন্য একে Local Train ও বলা হয়ে থাকে। 940 জোড়ার বেশি ট্রেন চলে।

Fast Passenger:

Passenger ট্রেনের থেকে দ্রুতগামী ও কম stoppage আছে এই ট্রেনে। বেশিরভাগ আসন অসংরক্ষিত থাকে।

MEMU/DEMU Train:

DEMU TRAIN

MEMU TRAIN
আধুনিক প্রযুক্তির Passenger Train. প্রায় 900 জোড়া MEMU/DEMU Train চলে।

Suburban Trains:

EMU TRAIN
বিভিন্ন বড় শহরের সঙ্গে নিকটস্থ উপ শহরগুলি যোগাযোগের জন্য এই ট্রেন চলে। নিত্য প্রয়োজনীয় কাজ ও ব্যবসার জন্য মূলত এই ট্রেন ব্যবহৃত হয়। এর জন্য এই Rail Network কে Life Line of the City বলা হয়ে থাকে। কলকাতা, মুম্বাই, চেন্নাই, এলাহাবাদের মতো metro city গুলির  নিজস্ব Suburban Train Network রয়েছে। এই শহরগুলিতে EMU Train চলে, তাছাড়া কিছু স্থানে MEMU/DEMU Train নিয়ে Suburban Network রয়েছে। অন্যান্য কিছু শহরে express railway এর track গুলি Suburban Train ব্যবহার করে। কলকাতার Suburban Train Network বৃহত্তম হলেও Mumbai তে সবথেকে বেশি Suburban Train চলে। মুম্বাইতে প্রায় 1510 জোড়া ট্রেন চলে সেখানে কোলকাতাতে প্রায় 760 জোড়া, দিল্লিতে প্রায় 58 জোড়া, হায়দ্রাবাদে প্রায় 60 জোড়া, পুনেতে 21 জোড়া ট্রেন চলে।

Metro Rail:

Rapid transit system. শহরের বিভিন্ন এলাকা বা কলোনীকে যোগ করে। বর্তমানে  2 লাখ বসতি যুক্ত শহর গুলিতে 13 টি মেট্রো পরিষেবা চালু আছে। যেমন কলকাতা, দিল্লি, গুরগাঁও, নয়ডা, বেঙ্গালুরু, মুম্বাই, জয়পুর, চেন্নাই, কচি, লখনৌ, হায়দ্রাবাদ, আহমেদাবাদ, নাগপুর। এছাড়াও নাভি মুম্বাই, পুনে, ভোপাল, ইন্দোর, কানপুর, আগ্রা ও পাটনাতে মেট্রোর কাজ চলছে।

Mono Rail:

Metro Rail সমতুল্য Rapid transit পরিষেবা। কিন্তু পরিকাঠামো তৈরি করতে অনেক কম খরচ হয়। তবে যাত্রী পরিবহনে মেট্রো রেলের থেকে পিছিয়ে। মুম্বাইতে শুধুমাত্র এই পরিষেবা আছে এবং চেন্নাইতে পরিকাঠামো তৈরির কাজ চলছে।

Tram:

ভারতে এক মাত্র কলকাতায় ট্রাম দেখা যায়। শহরের অভ্যন্তরে যে সব স্থানে ট্রেন পরিষেবা দেওয়া সম্ভব নয় সে সব স্থানের জন্য ট্রাম ব্যবস্থা শুরু হয়েছিল। কিন্তু বর্তমানে মেট্রো পরিষেবা ট্রামকে অনেক পিছনে ফেলে দিয়েছে। 

Fairy Queen:

পৃথিবীর সবথেকে পুরোনো, স্টিম ইঞ্জিন চালিত ট্রেন। New Delhi থেকে Alwar পর্যন্ত চলে এই ট্রেন।

Luxury Tourist train:

Mahaparinirvan Express, Palace On Wheels, The Maharajas Express, The Golden Chariot, Royal Rajasthan on Wheels, The Deccan Odyssey, Char Dham Yatra train, Panj Takht Sikh religon Train, Bharat Darshan special tourist train, Science Express, Heritage circuit semi luxury Tourist Trains ইত্যাদি।

International Railway form India:

ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশ, পাকিস্থান ও নেপালের সঙ্গে ভারতের রেল যোগযোগ রয়েছে। পাকিস্তানের সঙ্গে Samjhauta Express (দিল্লী ও লাহোরের মধ্যে) এবং Thar Express (যোধপুর ও করাচির মধ্যে) চলে। যদিও সাময়িক ভাবে এই পরিষেবা বিঘ্ন ঘটেছে। বাংলাদেশের সঙ্গে Maitree Express (কলকাতা ও  ঢাকার মধ্যে) এবং  Bandhan Express (কলকাতা ও খুলনার মধ্যে) চলে। নেপালের সঙ্গে Jainagar - Bijalpura পথে যাত্রী পরিষেবা এবং Raxaul - Birganj পথে পণ্য পরিষেবা Nepal Railway এর অধীনে বর্তমান। 

No comments:

Post a Comment